
নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ নভেম্বর আজ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশের শাসন ভার গ্রহণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অশুভ শক্তির প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র মুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যাওয়া শুরু করে। এরপর থেকেই ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ ৭ নভেম্বর রোজ শুক্রবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের (রুনেসা) পক্ষ হতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন দক্ষিণ টাঙ্গাইলের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, রুনেসা’র সম্মানিত সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী ক্লিন ইমেজ খ্যাত কর্মীবান্ধব জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।
রুনেসার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে উক্ত পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া করা হয়।
এ বিষয়ে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক গণমাধ্যমকে বলেন- আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। ৭৫ এর রাজনৈতিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের শাসনভার গ্রহণ করেন। দেশ ও জাতি পায় এক নতুন পথের সন্ধান।
তাই আজকের এই দিনে একটি ঐতিহাসিক মুহূর্তে আমি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, জাতীয়তাবাদী রাজনীতির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
