মো: সৌরভ হোসেন, রাজশাহী বিভাগীয় প্রধান:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ। বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫ ইং দিনব্যাপী তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার চিকাশী, মোহনপুর, আড়কাটিয়া, সোনাহাটাসহ বিভিন্ন এলাকা ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তিনি ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
হারেজ বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মুক্তির প্রতীক হচ্ছে ধানের শীষ। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।
প্রচার প্রচারণা চলাকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দলীয় কর্মীদের সংগঠিত করে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ের অঙ্গীকার ব্যক্ত করেন।
দিনব্যাপী এই প্রচার কার্যক্রমে বিভিন্ন এলাকার সাধারণ মানুষও আগ্রহভরে অংশ নেন এবং বিএনপির এই জনসংযোগ কার্যক্রমকে স্বাগত জানান
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।