মো:সৌরভ হোসেন, রাজশাহী বিভাগীয় প্রধান:
প্রকৃতি কখনও কখনও মানুষের জীবনে এমন কিছু অনন্য দৃষ্টান্ত স্থাপন করে, যা শুধু প্রেরণার নয়, জীবনের এক গভীর বাস্তবতার প্রতিফলনও বটে। জীবনের টানাপোড়েনে, আবেগ, মায়া আর ভালোবাসার মিশেলে কিছু মানুষ তাদের পেশার প্রতি অটুট থেকে গড়ে তোলেন অদম্য এক অধ্যবসায়ের ইতিহাস। তেমনই এক শ্রেণির মানুষ — জেলেরা।
তারা ভোরের আলো ফোটার আগেই নেমে পড়েন নদী, হাওর কিংবা সমুদ্রের বুকে। কখনও জীবন ঝুঁকি নিয়ে, কখনও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে তারা ছুটে যান মাছের খোঁজে। পরিবারের মুখে হাসি ফোটানোই তাদের প্রেরণা, আর প্রকৃতির সঙ্গে যুদ্ধ করাই তাদের নিত্যদিনের বাস্তবতা।
জেলেদের জীবনের প্রতিটি মুহূর্তেই আছে সংগ্রাম, আছে ত্যাগ। তবুও তাদের মুখে থাকে তৃপ্তির হাসি কারণ, এই পেশাই তাদের গর্ব, তাদের পরিচয়।
একজন জেলে বলেন,
নদী আমাদের মা। নদী রুষ্ট হলে আমাদের কষ্ট, নদী খুশি হলে আমরা সুখী। প্রকৃতির সঙ্গে এই সম্পর্কটাই আমাদের জীবনের আসল সৌন্দর্য।
প্রকৃতির কাছে থেকে শেখা এই সহনশীলতা ও পরিশ্রমই তাদের জীবনের মূল দর্শন। সমাজে অনেকেই হয়তো তাদের জীবনকে সাধারণ মনে করে, কিন্তু প্রকৃত অর্থে তারা এক দৃষ্টান্ত স্থাপনকারী শ্রেণি, যারা প্রতিদিনের পরিশ্রমে জীবনের মানে নতুন করে লেখেন।
স্থানীয় সমাজকর্মীরা বলছেন, জেলেদের জীবনযাত্রা উন্নয়নের জন্য সরকার ও সমাজের আরও মনোযোগী হওয়া প্রয়োজন। কারণ, এই শ্রেণির মানুষরাই প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক রক্ষা করে আমাদের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।