উজ্জ্বল রায়, খানসামা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামায় ইউ’পি নির্বাচনে ৩৩৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ও ঋণ খেলাপীর দায়ে চেয়ারম্যান পদে ১আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
গত সোমবার (২৯ নভেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে ৬ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৬, সদস্য পদে ২২৫ ও সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ৭৪ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় ঋণ খেলাপির দায়ে ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাফিজুল হক সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।আর বাকি ৩৩৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন-১ নং আলোকঝাড়ি ও ২ নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা,৩ নং আঙ্গারপাড়া ও ৪ নং খামারপাড়া ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির এবং ৫ নং ভাবকি ও ৬ নং গোয়ালডিহি ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিকরুল হক।
এ বিষয়ে ১ নং আলোকঝাড়ি ও ২ নং ভেড়ভেড়ী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘উত্তরা ব্যাংক লিমিটেড, রংপুর শাখায় মেসার্স শ্যামল কুমার দাস, নীলফামারীর ঋণের জামিনদাতা হিসেবে ঋণ খেলাপি হওয়ায় হাফিজুল হক সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে প্রার্থিতা ফেরাতে আপিলের সুযোগ রয়েছে।আর বাকি ৩৩৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ রয়েছে।