মো:সৌরভ হোসেন,রাজশাহী বিভাগীয় প্রধান:
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের তালপট্টিহাট গাড়ী এলাকার বাসিন্দা ব্যাটারি চালিত অটো রিকশাচালক রিপন হোসেন (৩৮)-এর ম’রদে’হ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। তিনি ওই এলাকার বদিউজ্জামানের ছেলে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম উপজেলার নুন্দহ মাদ্রাসার পাশে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রিপন হোসেন অটো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। তবে রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে মাদ্রাসার পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী হতবাক হয়ে যায়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।