১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ৪:১৬| শরৎকাল|
Title :
টাঙ্গাইলের নাগরপুরে বিজয়া দশমীর মেলা শেষে দুর্গা প্রতিমা বিসর্জন নাগরপুরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে জননেতা মীর আবুল কালাম আজাদ রতন মহানবমীতে দেলদুয়ার ও নাগরপুর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুর সদরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শেরপুরের অটো রিকশাচালক রিপনের ম’রদে’হ উদ্ধার নাগরপুর সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জননেতা মোঃ হাবিবুর রহমান হবি নাগরপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জননেতা মোঃ মাইনুল আলম খান কনক শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে- টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান অতিবৃষ্টিতে ভাঙন: চেয়ারম্যানের উদ্যোগে বিষ্ণুপুর গ্রামের সড়ক সংস্কার

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে- টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫,
  • 65 Time View

কাজী মোস্তফা রুমি: যথাযথ ধর্মীয় রীতি অনুসরণ করে সারা বাংলাদেশে শুরু হয়েছে সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এরই ধারাবাহিকতায় সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মোঃ মিজানুর রহমান নাগরপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

আজ ২৯ সেপ্টেম্বর’২৫ রোজ সোমবার সকালে তিনি ওঁঝা ঠাকুর হরনাথ স্মৃতি কেন্দ্রীয় মন্দির, চৌধুরী বাড়ি ক্লাব, দুয়াজানি মহামায়া ক্লাব এবং সূর্য কান্ত সাহার বাড়ির পূজা মন্ডপ ঘুরে দেখেন। 

এ সময় তিনি পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে কার্যকর রয়েছে কিনা তা নিয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পিপিএম সেবা মোঃ আদিবুল ইসলাম, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, উপজেলা সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহদী হোসাইন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য কর্মকর্তারা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার আহবায়ক শিব শংকর সূত্রধর, সদস্য সচিব ঝুটন কুমার সাহা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক পূজারীবৃন্দ।

পূজা মন্ডপ পরিদর্শন শেষে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন-শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ।

আমরা আশা রাখি নির্বিঘ্নে এবং সুন্দর পরিবেশে পূজা উদযাপন শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category