মো: সৌরভ হোসেন, রাজশাহী বিভাগীয় প্রধান:
বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে অতিবৃষ্টির কারণে প্রধান সড়কটিতে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়। এতে গ্রামবাসী চরম ভোগান্তির শিকার হন।
পরিস্থিতি দেখে ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সকাল আনুমানিক ১১ টায় দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু। এলাকাবাসীর দাবি ও দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিনি নিজস্ব অর্থায়নে প্রয়োজনীয় পাইপসহ সকল সংস্কার কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করেন।
স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় বিষ্ণুপুর গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। গ্রামবাসী জানান, চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগ এবং সক্রিয় ভূমিকায় এ ভাঙন সমস্যা সমাধান হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।
চেয়ারম্যান হাসানুল করিম পুটু বলেন,
“মানুষের দুর্ভোগ লাঘব করাই আমার দায়িত্ব। সবার দোয়া ও সহযোগিতা পেলে উন্নয়নমূলক কাজে সর্বদা পাশে থাকব।”