মো:সৌরভ হোসেন,রাজশাহী বিভাগীয় প্রধান:
বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়িদহ গ্রামের রহমান নগর এলাকায় শুক্রবার (২৬সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭ টা ৪৫ মিনিটে এক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূ মোছা: আমিনা বেগম (৫৫), স্বামী মো: জলিল মিয়া (৬৫), ছিনতাইকারীর হামলার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আমিনা বেগম বাড়ির উঠানে বসে মাছ কাটছিলেন । এ সময় তার স্বামী জলিল মিয়া মসজিদে নামাজ পড়তে যান। সুযোগ বুঝে এক অজ্ঞাত ছিনতাইকারী হঠাৎ তার ওপর হামলা চালায়। ছিনতাইকারী বাশ দিয়ে তার মাথায় আঘাত করলে আমিনা বেগম গুরুতর জখম হন। পরে তার পরনে থাকা আনুমানিক কানে থাকা ৪ আনি স্বর্ণের দুল ছিনিয়ে নেয় দুর্বৃত্ত।
আহত অবস্থায় আমিনা বেগম হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তি করলেও মুখে কালো রঙের টি-শার্ট বাঁধা থাকায় তিনি তাকে সঠিকভাবে চিনতে পারেননি। তবে ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, ছিনতাইকারীর উচ্চতা প্রায় ৫ ফুট ৫ থেকে ৬ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৫০ কেজি, শরীরের গঠন উজ্জ্বল শ্যামা ও পাতলা।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত আমিনা বেগমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীকে শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শেরপুর থানার এসআই বিকাশ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।