নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। তাই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি নির্বাচনী আসনে বিভিন্ন রাজনৈতিক সংগঠন হতে মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ দলের প্রচারণায় নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন।
এরই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-৬ আসনে বিএনপিকে একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন হিসেবে গড়ে তুলে উক্ত আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে ২৫ সেপ্টেম্বর’২৫ রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের নাগরপুরে পাকুটিয়া বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত চা চক্রে অংশগ্রহণ করে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন দক্ষিণ টাঙ্গাইলের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সিপাহসালার বিশ্বস্ত হাতিয়ার, অনলবর্ষী বক্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।
এই সময় তিনি পাকুটিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন এবং বিএনপিকে আরো সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ থেকে কাজ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।
উক্ত মতবিনিময় ও চা চক্রে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, দপ্তিয়র ইউনিয়ন বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, পাকুটিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আবু বক্কর সিদ্দিকী, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সভাপতি মোঃ হুমায়ুন কবীর, নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ রাসেল রানা, দপ্তিয়র ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নবী, দপ্তিয়র ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শামীম হোসেন প্রমুখ।
এছাড়াও পাকুটিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উক্ত চা চক্র ও মতবিনিময়ে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।