মো:সৌরভ হোসেন,রাজশাহী বিভাগীয় প্রধান:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের মনোনয়নপ্রত্যাশী কে এম মাহবুবার রহমান হারেজ ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে বক্তব্যে বলেন বিএনপির ইতিহাসই হলো চ্যালেঞ্জ মোকাবেলার ইতিহাস। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত দলটি জনগণের অধিকার রক্ষার সংগ্রামে প্রতিটি প্রতিকূল পরিস্থিতি সাহসের সঙ্গে অতিক্রম করেছে ।
ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী সমাবেশে তিনি আর ও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। সেই চেতনা ও সাহস আজও বিএনপির শক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাহাড়ের মতো অটল থেকে প্রতিটি ষড়যন্ত্র মোকাবিলা করছেন।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ সরকার দলীয় মহল বহুবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বরং আজ তারাই দিশেহারা ও ছিন্নভিন্ন হয়ে গেছে। বিএনপি কারও দালালি করে না, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামই আমাদের মূলনীতি। জোর করে ক্ষমতা দখলের কোনো চিন্তা আমাদের নেই। আমরা জনগণের ভোটেই ক্ষমতায় যেতে চাই।
কে এম মাহবুবার রহমান হারেজ বলেন, যারা নির্বাচনকে কেন্দ্র করে কারসাজি করছেন, যারা ষড়যন্ত্রে লিপ্ত, তারা আসলে জনগণকে ভালোবাসে না। ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়ে দেশকে বিভক্ত করার চেষ্টা চলছে। অথচ বি,এন,পি সবসময় জনগণের সঙ্গে থেকে লড়াই করেছেন, কখনো পরাজয় স্বীকার করেনি।
তিনি আরও বলেন, ৫ ই আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে উপহাস করে নিজেদের মতো সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে যারা মাফ করে দিতে চেয়েছেন, তাদের এ অধিকার জনগণ দেয়নি। স্বাধীনতার স্বপ্ন পূরণের একমাত্র পথ হলো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন।
সমাবেশে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, বাংলাদেশের জনগণই বি,এন,পির শক্তির উৎস। আমরা বিশ্বাস করি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে। দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ।