মো:সৌরভ হোসেন, রাজশাহী বিভাগীয় প্রধান: বগুড়ার নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাহালু-নন্দীগ্রামের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।
এ সময় তিনি শিক্ষকদের সঙ্গে শিক্ষা কার্যক্রমের সার্বিক অগ্রগতি, বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা ও স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন। শিক্ষকরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তার সমাধানে সহযোগিতা কামনা করেন।
মোঃ মোশারফ হোসেন শিক্ষকদের ধৈর্য, নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করে বলেন—
“শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। আগামী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষা ক্ষেত্রে যে কোনো যৌক্তিক সমস্যা সমাধানে আমি সবসময় পাশে থাকব।”
সাক্ষাৎকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ ও অভিভাবকেরাও এ সময় বিদ্যালয়ের শিক্ষা উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।