নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠন।
প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যবধি পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেকোন সময় যেকোনো প্রয়োজনে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে।
এরই ধারাবাহিকতায় মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির।
আজ ১৪ সেপ্টেম্বর’২৫ রোজ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় নাগরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসিতে ভর্তি ইচ্ছুক দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তারা উভয়েই সম্মিলিতভাবে নাগরপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের সাকিব নামের এক শিক্ষার্থীর এইচএসসি শিক্ষাবর্ষের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন।
বিষয়টি নাগরপুর উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সংগ্রামী সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন – আমরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।
ছাত্রদল সব সময় যেকোনো অসহায় দরিদ্র ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করেছে।
ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতামূলক কর্মকান্ড অব্যাহত রাখার সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ্।