নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রত্যেকটি কলেজে শুরু হয়েছে এইচএসসি শিক্ষাবর্ষে নতুন ভর্তি। এরই ধারাবাহিকতায় নাগরপুরেও ভর্তি চলমান।
দীর্ঘদিনের ধারাবাহিক ঐতিহ্য রক্ষায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে আজ ১৪ সেপ্টেম্বর’২৫ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা বিএনপির কার্যালয়ে (২০২৫- ২৬) এইচ.এস.সি নতুন শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক মোট ৪০ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনিরের সঞ্চালনায় উক্ত আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম-আহবায়ক মোঃ রূপক খান, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মোঃ মনির হোসেন, নাগরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইয়ামিন মিয়া আকাশ, সলিমাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাদল মিয়া, বেকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল রানা প্রমুখ।