নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচনী এলাকায় প্রতিটি রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ দলের প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নাগরপুর উপজেলায় বিএনপিকে একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন হিসেবে গড়ে তুলে উক্ত আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে নাগরপুরের প্রত্যন্ত অঞ্চলে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ, মতবিনিময় এবং রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ করছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, সলিমাবাদ ইসলাম জ্যোতি স্পোর্টিং ক্লাবের সফল সভাপতি জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।
আজ ১২ সেপ্টেম্বর’২৫ রোজ শুক্রবার কর্মসূচির অংশ হিসেবে মামুদনগর নতুন বাজার জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন তিনি। এই সময় তিনি মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং মসজিদ উন্নয়নকল্পে যেকোনো ধরনের সহযোগিতায় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পবিত্র জুমার নামাজ শেষে উপস্থিত সাধারণ মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত ভোটারদের অনুরোধ জানান।
এ বিষয়ে জননেতা মোঃ মাইনুল আলম খান গণমাধ্যমকে বলেন- মনোনয়ন পাওয়াটা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করা।
আর এ লক্ষ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমার এই ধারাবাহিক প্রচারণা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ্।
আমি বিএনপি’র সকল কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে দলের পক্ষে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাই।
উক্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।