মোঃ ইকবাল মোরশেদ :: স্টিফ রিপোর্টার।
নোয়াখালীর চাটখিলের বৈকন্ঠপুরের প্রবাসী দ্বীন মোহাম্মদ দেশে আসলে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। এতে ঐ সস্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার সকালে দ্বীন মোহাম্মদ পাশ্ববর্তী খিলপাড়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসীরা তার উপর হামলা করে। ভুক্তভোগী দীন মোহাম্মদ এই ব্যাপারে আজ সোমবার (২৯ নভেম্বর) বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বৈকুন্ঠপুর গ্রামের সন্ত্রাসী মোহাম্মদ হোসেন ওরফে চেনি হোসেন, মো. বাবুল, মনির হোসেন, মেহেদী হাসান শিহাব সহ অজ্ঞাতনামা আরো ৩/৪জন কে আসামী করেন দ্বীন মোহাম্মদ।
অভিযোগ সূত্রে জানা যায়, দ্বীন মোহাম্মদ দেশে আসার পর প্রথমে গত ১০ নভেম্বর সংঘবদ্ধ ঐ সন্ত্রসীরা স্থানীয় বাজার থেকে কাজ শেষে বাড়িতে ফেরার পথে আটক করে ১লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণে হত্যার হুমকি দেয়।
এতে দীন মোহাম্মদের ভাই আমেরিকান প্রবাসী ফয়েজ আহাম্মদ সন্ত্রাসীদের ১০হাজার টাকা দিয়ে বাকি ৯০হাজার টাকা পরে দিবে বলে সন্ত্রাসীদের থেকে দীন মোহাম্মদকে ছাড়িয়ে নেন। পরবর্তীতে সন্ত্রাসীরা বার-বার চাঁদা দাবি করলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গকে জানালে সবাই চাঁদা না দিয়ে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
দ্বীন মোহাম্মদ জানান, গত বৃহস্পতিবার তিনি খিলপাড়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসী চেনি হোসেনের নেতৃত্বে ৭/৮জন সন্ত্রাসী তার পথরোধ করে তার উপর হামলা চালায়। এতে তার শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে
আহত অবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবার ব্যবস্থা করেন। ফলে তিনি হাসপাতালে ভর্তি থাকায় অভিযোগ দায়েরে বিলম্ব হয়।
এই ব্যাপারে চাটখিল থানা ওসি মো. আবুল খায়েরের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।