নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। তাই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের প্রত্যেকটি নির্বাচনী এলাকায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন হতে মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ দলের প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি নির্বাচনী এলাকায় নানা রংয়ের ব্যানার ফেস্টুনে ভরে গেছে। চারদিকে এক ধরনের নতুন উৎসবের আমেজ শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনে বিএনপিকে একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন হিসেবে গড়ে তুলে উক্ত আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে ধারাবাহিকভাবে ব্যাপক গণসংযোগ ও রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সুন্দর ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করতে ভোটারদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় এবং তাদের মাঝে উক্ত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করছেন দক্ষিণ টাঙ্গাইলে জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সিপাহশালার বিশ্বস্ত সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, ক্লিন ইমেজ খ্যাত জনপ্রিয় নেতৃত্ব, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।
আজ ১১ সেপ্টেম্বর’২৫ রোজ বৃহস্পতিবার দুপুর ৩:০০ ঘটিকায় শুরুতে নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের বিভিন্ন হাট, বাজার, গ্রাম, মহল্লা সহ পংবাইজোড়া হাটে ব্যাপক গণসংযোগ এবং উপস্থিত স্থানীয় ভোটারদের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় করেন তিনি।
মোকনা ইউনিয়নের কর্মসূচি শেষে তিনি ধুবড়িয়া ইউনিয়নের তে-রাস্তা বাস স্ট্যান্ড সংলগ্ন বাজার সহ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় ভোটারদের সাথে গণসংযোগ ও রাষ্ট্র কাঠামো মেরামতে ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ শেষে ধুবড়িয়া তে-রাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগদান করেন তিনি।
সংক্ষিপ্ত আলোচনা সভায় জননেতা মোঃ আতিকুর রহমান আতিক বলেন- রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের মুক্তি ও অধিকার পুনরুদ্ধারের দাবি। জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করতেই আমরা এই প্রচার কার্যক্রম চালাচ্ছি।
দেশের বর্তমান রাজনৈতিক সংকট
উত্তরণে বিএনপির ঘোষিত ৩১ দফাই বাস্তবসম্মত সমাধান। গণতান্ত্রিক অধিকার, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
ধুবড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শহীদুর রহমান শহীদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়ন বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, মামুদনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম নুরু, নাগরপুর উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ রাসেল রানা সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।