মো:সৌরভ হোসেন,রাজশাহী বিভাগীয় প্রধান: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের চাপিলা পাড়া গ্রামের আব্দুর রহিম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ট্রাক দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান কাহালু–নন্দীগ্রামের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। এ সময় তিনি আব্দুর রহিমের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন।
তিনি বলেন, “আব্দুর রহিম আমাদের এলাকার একজন পরিশ্রমী ও সৎ মানুষ। তার দুর্ঘটনার খবর শুনে আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত। আমি তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি।”
স্থানীয় এলাকাবাসীও আব্দুর রহিমের সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা করছেন।