শিমুল হাসান, স্টাফ রিপোর্টার ঃ
বগুড়া র্যাব-১২ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর থানা এলকায় ০১ জন ব্যক্তি মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট হেফাজতে রাখিয়া অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ নভেম্বর ২০২১ ইং তারিখ ১৮০০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন ন্যাংড়া বাজারস্থ আল আমিন ফার্মেসী প্রোঃ মোঃ আব্দুল লতিফ এর ওষধের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল লতিফ (৪২), পিতা-মৃত আঃ জলিল সরকার, সাং-দশটিকা, থানা ও জেলা-বগুড়া’কে মোট ৫৮১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোবাইলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্গ্র জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে র্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ সোহরাব হোসেন জানান র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।