নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা হতে অংশগ্রহণ করে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ সেপ্টেম্বর’২৫ রোজ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে দক্ষিণ টাঙ্গাইলের স্বনামধন্য শিক্ষানুরাগী, সফল ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আশিকুর রহমান তুহিন এর পৃষ্ঠপোষকতায় নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ শহীদুর রহমান মনির এর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা এম.এ. ছালাম।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন নাগরপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, জনপ্রিয় নেতৃত্ব জননেতা মোঃ হাবিবুর রহমান হবি।
এছাড়াও উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনি: সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সিনিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান জাহিদ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
এরপর নাগরপুর উপজেলা ছাত্রদলের পক্ষ হতে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
ফুল দিয়ে বরণ শেষে সম্মানিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে আগামী দিনে শিক্ষাজীবনে ধারাবাহিক সফলতা ধরে রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে নাগরপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা হতে এসএসসি ও দাখিল পরীক্ষার জিপিএ-৫ প্রাপ্ত মোট ৮৮ জন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার হিসেবে প্রত্যেককে নগদ অর্থ প্রদান করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম মানিক, নাগরপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো: রফিকুল ইসলাম মোল্লা দিপন, নাগরপুর উপজেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-আহবায়ক মোঃ রূপক খান, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম ইসলাম প্রমুখ।
এসময় নাগরপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার, নাগরপুর উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি/ সাধারণ সম্পাদক, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।