নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ ৩ সেপ্টেম্বর’২৫ রোজ বুধবার সকাল ১১:০০ ঘটিকায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম এবং বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবির নেতৃত্বে আয়োজিত আনন্দ র্যালী ও আলোচনা সভায় বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে সরব উপস্থিত ছিলেন দক্ষিণ নাগরপুরের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে বেড়ে ওঠা মেধাবী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।
আনন্দ র্যালীটি শুরু হওয়ার পূর্বে তিনি বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের মোটরবাইক শোভাযাত্রা নিয়ে উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সাথে নাগরপুর সরকারি কলেজ মাঠে সমবেত হন।
এরপর নাগরপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আনন্দ র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
এ বিষয়ে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক গণমাধ্যমকে বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক সংগঠন। এই সংগঠনটি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া সংগঠন।
বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সহ জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে।
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নাগরপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই আনন্দ র্যালী ও আলোচনা সভায় উপস্থিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ হতে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহবান জানাই।
উক্ত আনন্দ র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় নাগরপুর উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদল ও ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারন সম্পাদক সহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।