নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক যথাযথভাবে নানা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ ০৩ সেপ্টেম্বর’২৫ সকাল ১১:০০ ঘটিকায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাগরপুর উপজেলা বিএনপি উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
আনন্দ র্যালী শুরুর পূর্বেই নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়ন থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে উপস্থিত হন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম ও বিপ্লবী সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি এর নেতৃত্বে নাগরপুর সরকারি কলেজ থেকে উক্ত আনন্দ র্যালী বের হয়ে র্যালীটি নাগরপুর সদরের গুরুত্বপূর্ণ সড়ক ও উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আনন্দ র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় নাগরপুর উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদল ও ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারন সম্পাদক সহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
এ সময় নাগরপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ ও বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে।
নির্বাচন নিয়ে যে কোন ধরনের চক্রান্ত ও বাংলাদেশকে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র বিএনপি সাধারণ জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দিবে।