নিজস্ব প্রতিবেদক: আজ ১ সেপ্টেম্বর’২৫। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর নিজ হাতে গড়া এই সংগঠন, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মী, সমর্থক ও দেলদুয়ার নাগরপুরবাসী সহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ নাগরপুরের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে বেড়ে ওঠা মেধাবী ব্যক্তিত্ব, সফল সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সফল সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন- মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এ দল আজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
আমরা সবাইকে সাথে নিয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চাই।
দুঃশাসন, স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি সব সময় জনগণের পাশে রয়েছে এবং থাকবে।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি ঐক্যবদ্ধভাবে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান এবং শহীদ জিয়া ও দলের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।