নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে ঘুনিপাড়া আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম অনুমোদিত হয়েছে।
টাংগাইল জেলা ছাত্রদলের নিজস্ব প্যাডে জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোঁড় শুভ ও সদস্য সচিব মোঃ আব্দুল বাতেন এর যৌথ সাক্ষরে ঘুনিপাড়া আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজ ছাত্রদলে বিশাল রহমানকে সভাপতি এবং মারুফ হাসান কে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দিয়ে আগামী ২১ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে জেলা ছাত্রদলের নিকট জমা প্রদানের নির্দেশ দিয়েছে।
আজ ২৫ আগস্ট’২৫ রবিবার উক্ত বিষয়টি উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও বিপ্লবী সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন – নাগরপুর ঘুনিপাড়া আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি হিসাবে বিশাল রহমান ও সাধারণ সম্পাদক হিসাবে মারুফ হাসান এর নাম অনুমোদিত হয়েছে।
নাগরপুর উপজেলা ছাত্রদলের পক্ষ হতে নবনির্বাচিত ঘুনিপাড়া আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগ্রামী শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
আশা করি জেলা ছাত্রদলের নির্দেশনায় আগামী ২১ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে নবনির্বাচিত ছাত্রদলের নেতৃবৃন্দ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ এবং নাগরপুরে সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।