
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
আজ ২০ আগস্ট’২৫ সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নাগরপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনন্দ র্যালীটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে সমবেত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী আহবায়ক মোঃ শাহজাহান সাজুর সভাপতিত্বে বিপ্লবী সদস্য সচিব মোঃ জিহাদ হোসেন ডিপটির সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনি: সহ-সভাপতি আহমেদ আলী রানা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এডভোকেট ইকবাল হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শামীম চৌধুরী বাবু।
প্রতিষ্ঠাবার্ষিকীর উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আইন সম্পাদক আব্দুল মোমেন মিয়া, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল মামুন, সাদিকুর রহমান সাদিক, নাগরপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক আবুল কাসেম মানিক।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল সদস্য সচিব শহিদুর রহমান মনির প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী স্বেচ্ছাসেবকদল সব সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
ভবিষ্যতেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ সংগঠন দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।
উক্ত কর্মসূচিতে নাগরপুর উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবকদলের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
আনন্দ র্যালী ও আলোচনা সভা শেষে নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপন ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ডাস্টবিন স্থাপন করা হয়।