নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এক ঐতিহাসিক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ আগস্ট’২৫ রোজ বুধবার সকাল ১১:০০ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে রাজধানী ঢাকার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে ঐতিহাসিক বিজয় র্যালিটি অনুষ্ঠিত হয়।
উক্ত বিজয় র্যালিতে টাঙ্গাইল জেলা ও নাগরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সাথে সরব উপস্থিত ছিলেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।
এ বিষয়ে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক গণমাধ্যমকে বলেন- কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার গণআন্দোলনের মুখে ২০২৪ এর ৫ আগস্ট দীর্ঘ ১৭ বছরের ভোট বিহীন ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের নিপীড়ন নির্যাতন হতে বাংলাদেশ মুক্তি লাভ করে। সে সময় স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যায়।
তাই স্বৈরাচার সরকার পতনে জুলাই অভ্যুত্থান দিবসটিকে যথাযথভাবে পালনের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এক ঐতিহাসিক বিজয় র্যালি অনুষ্ঠিত হলো।
আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকের এই বিজয় র্যালিতে টাঙ্গাইল জেলা ও নাগরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সাথে উপস্থিত থাকতে পেরে।
আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে আমার নির্বাচনী এলাকা টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) হতে যে সকল নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে বিজয় র্যালিটি সফল করে তুলেছেন তাদের সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।