বরিশাল ব্যুরো:
ঝালকাঠিতে জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিকের উদ্যোগে বিসিক শিল্প নগরীতে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে।করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যেক্তাদের উৎপাদিত পণ্যের প্রসার ও বাজারজাতকরণে সহায়তা প্রদানের লক্ষ্যে এই বিসিক উদ্যোক্তা মেলা আয়োজন করা হয়েছে।মেলায় এখন পর্যন্ত ৫৬ টি স্টল করা হয়েছে। এই সকল স্টলে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। প্রতিদিন প্রচুর দর্শনার্থী মেলায় আসছেন এবং তারা ঘুরে ফিরে প্রয়োজনীয় পণ্য কিনে নিয়ে যাচ্ছেন। মেলায় নাগরদোলা, নৌকা এবং শিশুদের জন্য ট্রেন ও বিভিন্ন ধরনের রাইড রাখা হয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে, বেলুন ও ফানুস উড়িয়ে আতসবাজির মধ্য দিয়ে এই মেলার সূচনা করেন। এই সময় নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বিসিক ঝালকাঠির উপ- ব্যবস্থাপক মোঃ শাফাউল করিম উপস্থিত ছিলেন।