বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘টিম বিলডিং এন্ড সার্ভে প্রসেস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় রিসোর্চ পার্সন ছিলেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শাহজাহান।
ববি’র আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিনের সঞ্চলানায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬টি বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির ১৮ জন সদস্য অংশগ্রহন করেন।