কাজী মোস্তফা রুমি: বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে টাঙ্গাইলে নাগরপুরে যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলন'২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে'২৫ রোজ শনিবার বাদ আসর নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আলহাজ্ব হযরত মাওলানা আলী আকবর নাগরপুরীর সভাপতিত্বে উক্ত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি জননেতা মুহাম্মদ আখিনুর মিয়া।
উক্ত ঐতিহাসিক মহা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআন ও হাদিস থেকে মূল আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী জননন্দিত বক্তা জামিয়া তালীমিয়া (মাদরাসা) ঢাকার মুহতামিম আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী,(কুয়াকাটা)।
বিশেষ বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন মারকাযুন নুর মাদ্রাসার মুহতামিম মুফতি রিজওয়ান রফিকী এবং বাংলাদেশ কুরআন শিক্ষা রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি আল আমীন সাইফী (বরিশাল)।
এছাড়াও উক্ত ইসলামী মহা সম্মেলনে স্থানীয় ওলামা মাশায়েখ গণ পবিত্র কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ সময় বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।