মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলায় ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক আদেশে বলেছে, ২৪ নভেম্বর থেকে শুরু করে এসব পরীক্ষা শেষ করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।
আজ রবিবার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত- এই তিন বিষয়ের ওপর এবার বার্ষিক পরীক্ষা হচ্ছে।
ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক মোঃ আলমগীর দেওয়ান, বলেন শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত
তিনটি বিষয়ের যেসব অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেসব অধ্যায় এবং স্কুল খোলার পর থেকে শ্রেণিকক্ষে যেসব অধ্যায় পড়ানো হয়েছে সেই সিলেবাসের ওপরই ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা নেওয়া হচ্ছে।
অ্যাসাইমেন্টের ৪০ নম্বর এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর ১০ নম্বার দেয়া হবে।৫০ নম্বর এবং পরীক্ষার ৫০ নম্বর মিলিয়ে ১০০ নম্বরের ওপর বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করা হবে।