নেত্রকোনার কলমাকান্দায় কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সীল মারার অভিযোগে প্রায় দুই ঘন্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। এসময় ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে কেন্দ্র স্থগিত ঘোষনা করেন নির্বাচন কর্মকর্তা।
আজ রবিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাও মিশনারী স্কুল কেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম (অপরাধ) বিষয়টি নিশ্চিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে পুলিশ।
কেন্দ্রের প্রিজাইডিং আব্দুল বাতেন জানান, ভোট গ্রহণ চলাকালে দুপুর সাড়ে বারোটার দিকে কতিপয় যুবক কেন্দ্রে প্রবেশ করে সকল এজেন্টদের বের করে দেয়। এসময় পোলিং এজেন্টসহ অনেককে মারধরও করেছে তারা। পরে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সীল মারা শুরু করে।
এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, উক্ত কেন্দ্র থেকে ২৭৩টি চেয়ারম্যান, ১০০ টি সংরক্ষিত এবং ১০০টি মেম্বার পদের ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পরে উক্ত কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষনা করা হয়।