পলাশবাড়ী উপজেলায় আইনুল ইসলাম (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এসময় তার কাছে থাকা এক হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
শুক্রবার (২৬ নভেম্বর) র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৬ নভেম্বর) ক্যাম্পটির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার পলাশবাড়ীর উপজেলার বালা বামুনিয়া (বাবাজি পাড়া) গ্রামের অভিযান চালানো হয়। এসময় আইনুল ইসলামের বসতঘর থেকে এক হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সঙ্গে তাকে আটক করা হয়েছে। সে ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ধৃত আইনুল ইসলাম বেশ কিছুদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। সে দীর্ঘ দিন যাবত চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে নিজ এলাকসহ বিভিন্ন জায়গায় বিক্রির করে আসছিল। আটককৃত আইনুলের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে।