শার্শার বাগাআঁচড়া ইউনিয়নের সামটা টেংরা সরকারি প্রাইমারী স্কুলের সিমানায় বসবাসরত দুস্থ সালেহার বসতঘর পূর্ণনির্মান করেছে মানবতার কল্যানে নিয়োজিত হেল্পিং হ্যান্ডস যশোর ফাউন্ডেশন।প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল
নাদিম,হাফিজ,রকি,রিয়াদ,নিরব,আলামিন সহ ২২ সদস্যের একটি টিমের দিনভর পরশ্রমের মাধ্যমে সালেহার বসত ঘরটি পূর্ণনিমান সম্ভব হয়।ঘরটি স্কুল কমিটির অনমতি নিয়ে ঘরটি পুনারাই নির্মান করতে খরচ হয়েছ ৯০০০ টাকা,যার সম্পন্ন খরচ বহন করেছে হেল্পিং হ্যান্ডস যশোর ফাউন্ডেশন।হেল্পিং হ্যান্ডসের পরিচালক গণমাধ্যমকে জানান সাংবাদিক নূরে হাবিবের ফেসবুক পোষ্টের মাধ্যমে জানতে পারি দুস্থ সালেহার কথা,পরে পরিদর্শন কালে সালেহাকে কিছু বাজার খরচের টাকা দিয় এবং ঘর পূর্ণনির্মানের প্রতিশ্রুতি দিয়।যার ফলশ্রুতিতে আজ আমাদের এই প্রায়াস।সকলের দোয়া ও সমার্থন থাকলে আজীবন মানব সেবাই নিয়োজিত রাখতে চাই হেল্পিং হ্যান্ডসের সদস্যরা।