কুষ্টিয়া ভেড়ামারার মওলাহাবাসপুর গ্রামের আকবর আলী শিকদার( ৫৭) তার পাশের বাড়ির ১১ বছরের শারীরিক প্রতিবন্ধী মেয়ে কে একলা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। গতকাল ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের নিউজ এর ৩ ঘন্টার মধ্যে ভেড়ামারা থানা পুলিশ তাকে গ্রেফতার করেন এবং জেল হাজতে প্রেরণ করেন। ভেড়ামারার মওলাহাবাসপুর গ্রামে গত ২ দিন পূর্বের ধর্ষণ এর ঘটনা কে ধামাচাপা দেয়ার চেষ্টা চলছিল। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ বিষয়টি জানার পর সরেজমিনে গিয়ে জানতে পায় যে আকবর আলীর ভাই জব্বার বিষয় টি ধামাচাপা দেয়ার জন্য রফাদফা করে। ফলে এলাকাবাসী জানার পরও চেপে যায়। জব্বার এর শত চেষ্টার পরেও নিউজের প্রেক্ষিতে থানা পুলিশ অবগত হলে অবশেষে অভিযুক্ত আকবর আলীকে ( ধর্ষক) গ্রেফতার করে। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন ভেড়ামারা থানা পুলিশ প্রশাসন কে।