
কাজী মোস্তফা রুমি: নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ক্যাডেট স্কুল (প্রশিকা সংলগ্ন) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ ফেব্রুয়ারি’২৫ বৃহস্পতিবার সকাল ৯:০০ ঘটিকার সময় নাগরপুর যদুনাথ ময়দানে (হাসপাতাল মাঠ) উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ ক্যাডেট স্কুল নাগরপুরের প্রধান পৃষ্ঠপোষক, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি, ধুবড়িয়া সেফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সোহেল রানার সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মাসুদ রানার সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর গীতা পাঠ শেষে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করা হয়।
এরপর মশাল দৌড়ের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার মূল কার্যক্রম শুরু হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ে অধ্যায়নরত প্লে শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রীরা গ্রুপভিত্তিক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শুরুর পূর্ব থেকেই বিদ্যালয়ে অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক কর্মরত শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে মাঠ প্রাঙ্গনে উপস্থিত হয়।
পুরস্কার বিতরণের শুরুতে উপস্থিত সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক সাবিনা ইয়াসমিন।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বেকড়া বিশ্বেশ্বর উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক মো: তোফায়েল আহমেদ বাছেদ, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: ফজলুর রহমান, নাগরপুর মহিলা কলেজের প্রভাষক কামরুন নাহার লাইলী,নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরীফ উদ্দিন, গায়হাটা উদয়তারা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল আউয়াল মিলন, বিশিষ্ট সমাজসেবক মোঃ কবীর হোসেন, এস.টি.আই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আহসানুজ্জামান মুকুল,কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন আপন প্রমুখ।