২৫ নভেম্বরআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস।
বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি ১৯৯৭সাল থেকে এই দিবস ওপক্ষ পালন করছে।
নারী নির্যাতন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়ে থাকে।
বিশ্ব এগিয়ে যাচ্ছে,পরিবর্তিত হচ্ছে সমাজ কাঠামো, বিকশিত হচ্ছে সভ্যতা কিন্তু আশ্চর্য হলেও সত্য বন্ধ হয়নি নারী নির্যাতন।
নারী শব্দটি প্রাচীনকাল থেকে প্রতিটি দিন,প্রতিটি ক্ষন নানাভাবে নির্যাতিত ওশোষিত হচ্ছে।ক্ষুধা,দারিদ্র,অপুষ্ঠি,অশিক্ষা বেকার সমস্যার পাশাপাশি নারী দের আরও কিছু মারাত্মক সমস্যার মধ্য দিয়ে যেতে হয় শুধুমাত্র তারা নারী বলে।
তবে সবচেয়ে বিবেক অপমানিত হয় যখন আমরা দেখি নারী দ্বারা নারী নির্যাতিত হচ্ছে।
মানব সভ্যতা গড়ে উঠার পেছনে নারীর অবদানকে ছোট করে দেখার কোন অবকাশ নেই।
আসুন শুধু নারী নির্যাতন ওসহিংসতা বন্ধ নয়,সকল মানুষ নির্যাতনের বিরুদ্ধে নারী পুরুষ সকলে যে যার অবস্থান থেকে রুখে দ্বাড়াই এবং প্রতিবাদ করি।
সুস্থ সমাজ গড়ে তুলি।
এসময় গাইবান্ধা কর্মজীবী নারী সদস্যরা উপস্থিত ছিলেন।