২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ| ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই রজব, ১৪৪৬ হিজরি| রাত ১২:০৬| শীতকাল|
Title :
নাগরপুর পাকুটিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছেছেন খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা কামনায় বিএনপি নেতা মীর আবুল কালাম আজাদ রতন নাগরপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নানা আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইসলামের প্রতিটি বিধান যথাযথভাবে পালনের মাধ্যমে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি- মীর আবুল কালাম আজাদ রতন নতুন বছর, নতুন স্বপ্ন, চাই পরিপূর্ণ গণতন্ত্র, সুস্থ রাজনীতি- আতিকুর রহমান আতিক নাগরপুরের শহীদ ক্যাডেট স্কুলে প্রাথমিক শাখায় পাঠ‍্যবই বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাগরপুর উপজেলা ছাত্রদলের বিশেষ বার্তা নতুন বছর সকলের জন্য নিয়ে আসুক নতুন সুযোগ, খুলে দিক নতুন সাফল্যের দ্বার – মীর আবুল কালাম আজাদ রতন

“আমাদের যে নতুন সরকার এসেছে আমরা সেই সরকারকে সহযোগিতা করতে চাই।”- মীর আবুল কালাম আজাদ রতন

কাজি মোস্তফা রুমি:
  • Update Time : শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪,
  • 20 Time View

কাজী মোস্তফা রুমি: ইসলাম একটি শান্তির ধর্ম। সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের একমাত্র উপায় হচ্ছে সঠিকভাবে ধর্ম পালন করা।

এরই ধারাবাহিকতায় ১৩ ডিসেম্বর’২৪ শুক্রবার বাদ আসর হতে বিশ্ব মুসলিম কল্যাণে নাগরপুরের মামুদনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কলমাইদ হাটখোলা জামে মসজিদের উদ্যোগে দুইদিন ব‍্যাপী এক বিরাট ঐতিহাসিক ওয়াজ মাহফিলের শেষ দিনে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হলো।

উক্ত ওয়াজ মাহফিলের শেষ দিনে লাড়ুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আসন অলংকৃত করেন নাগরপুর সহবতপুরের কৃতি সন্তান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, ত্যাগী ও নির্যাতিত নেতা, নাগরপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাগরপুর উপজেলা শাখার অন্যতম সদস্য মীর আবুল কালাম আজাদ রতন

উক্ত মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন ঘোষবাগ ভূইয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, আশুলিয়া ঢাকার খতিব হাফেজ মাওলানা মোঃ কামাল উদ্দিন জাফরী।

প্রধান অতিথির বক্তব্যে নাগরপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য মীর আবুল কালাম আজাদ রতন বলেন- যেহেতু আমি একটা দল করি, আমি বিএনপি করি তাই কোরআন হাদিসের আলোকে কোন কথা বলে আমি ধৃষ্টতা দেখাবো না।

আপনারা জানেন বিগত সরকার এই দেশে গত ১৬ বছর যাবত কিভাবে নির্যাতন নিপীড়ন করেছে। এদেশের মানুষের ওপর নির্যাতন করে পালিয়ে গেছে। আপনারা ভোট দিতে গিয়েও ভোট দিতে পারেন নাই। আপনাদের মনে আছে বিগত তিনটা নির্বাচন হয়েছে, কেউ কিন্তু আমরা ভোট দিতে পারি নাই। ভোটের অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম।

আমরা আমাদের কোন ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারি নাই। আজকে দেখেন ব্যাংক থেকে সমস্ত টাকা গুলো লুট করে নিয়ে গেছে। আজকে প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেছেন এবং তাদের বিরুদ্ধে পত্রিকায় আপনারা দেখেছে প্রকল্পের নামে ব্যাংক থেকে টাকা লুট করে এদেশ থেকে পালিয়ে গেছে।

তাই আপনাদের বলতে চাই আমাদের যে নতুন সরকার এসেছে আমরা সেই সরকারকে সহযোগিতা করতে চাই।

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গঠনে যে ৩১ দফা দিয়েছেন তার মধ্যে যুবকদের প্রাধান্য দিয়েছেন। যারা পড়ালেখা শেষ করে চাকরি-বাকরি পাবেন না বা বিভিন্ন কারণে পড়াশোনা করতে পারেন নাই তাদেরকে স্বাবলম্বী হতে বেকার ভাতার ব্যবস্থা করা হবে। এছাড়া গত ৫ আগস্টের পর দ্বিতীয় স্বাধীনতায় যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদেরকে আমাদের দল থেকে মূল্যায়িত করা হবে। আপনারা আগামী দিনে আমাদেরকে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ্।

বিশেষভাবে উল্লেখ্য, তিনি মসজিদ উন্নয়নকল্পে নগদ বিশ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং ধারাবাহিকভাবে মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগিতা করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত মাহফিলে নাগরপুর উপজেলা তাঁতি দলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ মনির হোসেন, মামুদনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: সাহাজ উদ্দিন, সহবতপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জুয়েল মিয়া, সহবতপুর ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি নূর মোহাম্মদ আমিনুর, সহবতপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সুলতান খান,৬নং কলমাইদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী, নাগরপুর উপজেলার সাবেক ছাত্রনেতা সুমন বাপ্পি সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category