মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি: রাষ্ট্রীয় মর্যাদায় নাগরপুরের বর্ষীয়ান রাজনীতিবিদ ভাড়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদারের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
আজ ৯ ডিসেম্বর’২৪ সোমবার সকাল ১১:০০ ঘটিকার সময় ভাড়রা ইউনিয়নের তার নিজ গ্রাম মিরকুটিয়ায় রিয়াজ উদ্দিন তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত জানাজা নামাজ সম্পন্ন হয়।
এ সময় নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এর উপস্থিতিতে একদল চৌকস পুলিশ অফিসার মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। শেষে মিরকুটিয়া কবরস্থানে দাফন করা হয়।
এ সময় নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন,পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ ও চৌহালি থানা থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অসংখ্য জনতার উপস্থিতিতে উক্ত কার্যক্রম সম্পন্ন হয়।
বিশেষভাবে উল্লেখ্য, তিনি বার্ধক্য জনিত নানা রোগে ঢাকার এম এইচ শমরিতা হাসপাতাল এন্ড মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর ১২ঃ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।