কাজী মোস্তফা রুমি: নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার আর নেই। আজ ৮ ডিসেম্বর’২৪ রবিবার দুপুর বারোটা ত্রিশ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে নাগরপুরের স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।