কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরের খামারধল্লা কবরস্থান এবং হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল’২৪ অনুষ্ঠিত হয়েছে।
৮নভেম্বর’২৪ রোজ শুক্রবার বাদ আসর হইতে খামারধল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে খামারধল্লা বাইতুন নূর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব রওশন আলী খানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সহবতপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও নাগরপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ তোফায়েল আহমেদ মোল্লা।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার অন্যতম প্রভাবশালী সদস্য, নাগরপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ ওয়ার্কাস ফেডারেশন (বাজফে-২৭) এর সভাপতি এবং স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন (বি-২০৫৬) এর সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মীর আবুল কালাম আজাদ রতন।
ওয়াজ মাহফিলের উদ্বোধকের বক্তব্যে চেয়ারম্যান মোঃ তোফায়েল হোসেন মোল্লা বলেন- আমাদের সবার জন্ম লগ্ন থেকে ধ্বংস পর্যন্ত আশার শেষ নাই। যার একটা বাড়ি আছে তারা বলে আর একটা বাড়ি করব। যাদের একটা গাড়ি আছে তারা বলে আরেকটা গাড়ি কিনব। যার ১০০ বিঘা সম্পত্তি আছে সে বলে আরো ৫০০ বিঘার সম্পত্তি করব। যাদের দুটি সন্তান আছে তারা বলে আরও দুটি হলে ভালো হতো। আমার কথা হলো আশা ছলনাময়ী। আবার এই আশা না থাকলে মানব সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা এই আশার আলো নিয়েই বেঁচে আছি।
ইসলাম একটি শান্তির ধর্ম। সকল ধর্মের হেফাজত করে ইসলাম ধর্ম। যতগুলো ধর্ম আছে এর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। এই ধর্ম অন্য কোন ধর্মকে আঘাত করে না। এই ধর্ম অন্য কোন ধর্মের মানুষকে আঘাত করে না। এই ধর্মের মানুষ হচ্ছে উদার। তাদের মনে কোন হিংসা নাই। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, যারা আল্লাহর কালাম পরে আল্লাহর পথে চলে তারা কোনদিন খারাপ কাজ করে না। তারা কারো মাথায় আঘাত দিতে যায় না। এই পৃথিবীতে কিছুই থাকবে না। এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর কিছু কাজ করতে হবে। একমাত্র এই আল্লাহর রাস্তায় তাছাড়া আর কোন রাস্তা নাই।
তাই আমি সকলকে এই আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করার জন্য আহ্বান জানাই। পাশাপাশি এই অনুষ্ঠানের আয়োজনকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বিশেষভাবে উল্লেখ্য উদ্বোধক তার বক্তব্যে কবরস্থান ও মাদ্রাসা উন্নয়নকল্পে একটি বিশেষ অর্থনৈতিক সহযোগিতার ঘোষণা দেন।
এরপর উক্ত মাহফিলের প্রধান অতিথির বক্তব্যের শেষে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ কারী হযরত মাওলানা মঈন উদ্দিন আত্ব-তাহেরী।
উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও সহবতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জিকরুল হাসান পিয়াস, খামারধল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন চাঁন, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্য আলহাজ্ব শহিদুল ইসলাম খান নান্নু।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।