কাজী মোস্তফা রুমি: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুতায়ন বোর্ড সদর দপ্তরে ব্রি: সহিবউদ্দিন আহমদ হলে ৪ নভেম্বর’২৪ রোজ সোমবার সকাল ১১:০০ ঘটিকার সময় “বিদ্যুৎ রূপান্তর কোন পথে?” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট কলামিষ্ট রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব:) আহমেদ ফেরদৌস এর সঞ্চালনায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসাবে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কবি, দার্শনিক ও মানবাধিকার কর্মী জনাব ফরহাদ মজহার।
আলোচক হিসেবে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাননীয় জ্বালানি উপদেষ্টা, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) অধ্যাপক ড. এম শামসুল আলম এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব জনাব ফয়েজ আহাম্মদ।
এ সময় বক্তারা জনগণের বিদ্যুৎ পাওয়ার অধিকার একটি ন্যায্য অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নতুন নীতি প্রণয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা পর্ব শেষে উপস্থিত সুধীজন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম সমাপনী বক্তব্যে সেমিনারের প্রধান অতিথি, আলোচকবৃন্দ এবং উপস্থিত সকল সুধীজনকে অনুষ্ঠান সফল করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সেমিনার সমাপ্তি করেন।