কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর দপ্তিয়র রাহমানিয়া দরবার শরিফের পীর অবসরপ্রাপ্ত প্রফেসর মো: আব্দুর রহমান সিদ্দীকি সাহেব (খলিফায়ে জৈনপুরি) রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১১ই নভেম্বর’২৪ রোজ শুক্রবার) ভোর রাত ৩:০০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বিশেষভাবে উল্লেখ্য, তিনি দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাগরপুর উপজেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি এম ফিরোজ সিদ্দিকী এর শ্রদ্ধাভাজন পিতা।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের জানাজার নামাজ আজ বিকাল তিন ঘটিকার সময় দপ্তিয়র নজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখা, নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন গভীরভাবে শোক জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।