নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
সাংবাদিক ডা.এম.এ.মান্নান এর কনিষ্ঠ পুত্র ফারহান মাহতাব মাহির’র দ্বিতীয় জন্মবার্ষিকী উপলক্ষে ও বিশিষ্ট হোমিও অনুরাগী মরহুম আইয়ূব আলী’র ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র,নাগরপুর ও মাহির হিজামা সেন্টার এর যৌথ উদ্যোগে দিনব্যাপী নাগরপুর বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, মেডিসিন বিতরণ ও ডায়বেটিস পরিক্ষা কর্মসৃচী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩১ অক্টোবর )সকালে টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র, আইয়ুব আলী সুপার মার্কেট নাগরপুর বাজার প্রধান কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসক হিসাবে দায়িত্বরত ছিলেন ডা.এম.এ.মান্নান,ডা.কাউছার খাঁন।এছাড়াও মেডিকেল সহকারী হিসাবে দায়িত্ব পালন করেছেন সাধন চন্দ্র মন্ডল।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে নাগরপুরের হতদরিদ্র ও সমাজের অসহায় নাগরিকগণ চিকিৎসা সেবা গ্রহন করেন।