মোঃ হারুন মিয়া,স্টাফ রিপোর্টার গাইবান্ধা
২০২০-২১ অর্থ বছরের জন্য গাইবান্ধা জেলায় সেরা মহিলা করদাতা হিসেবে মনোনীত হয়েছেন পলাশবাড়ী উপজেলার “মেসার্স মিথিলা ট্রেডার্স” এর স্বত্বাধিকারী ফরিদা ইয়াসমিন মনি।
এই নিয়ে টানা চতুর্থ বারের মতো জেলার সেরা মহিলা করদাতা হিসেবে মনোনীত হলেন তিনি। আজ (২৪নভেম্বর)বুধবার গাইবান্ধায় অনুষ্ঠিত সেরা করদাতাদের এক সন্মাননা অনুষ্ঠানে তাকে সেরা করদাতা ক্রেস্ট ও সনদ উপহার দিয়ে এই স্বীকৃতি দেয়া হয়।
সেরা মহিলা করদাতা মনোনীত হওয়ায় নিজেকে অত্যন্ত গর্বিত নাগরিক হিসেবে দাবী করে ফরিদা ইয়াসমিন মনি বলেন, আমাদের মতো ছোট জায়গা থেকেও সবাই যদি নিজেদের দ্বায়িত্ব পালন করে তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। আমি আয়কর প্রদানে জেলার মানুষকে উদ্বুদ্ধ করবো।
এদিকে জেলার সেরা মহিলা করদাতা হিসেবে মনোনীত হওয়ায় গাইবান্ধা জেলার আপামর ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবি মহল থেকে ফরিদা ইয়াসমিন মনি কে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্যঃ ফরিদা ইয়াসমিন মনি, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুকুল মিয়ার সহধর্মিনী, মেসার্স মিথিলা ট্রেডার্স, এ.এফ.জে. ব্রিকস, মিথিলা এন্টারপ্রাইজ সহ বহুমুখী ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক। এই নিয়ে ২০১৭-১৮ অর্থবছর থেকে টানা ৪র্থ বারের মতো তিনি সেরা মহিলা আয়কর প্রদারকারী হিসেবে মনোনীত হলেন।