মোঃ আমিনুল ইসলাম মন্ডল,
স্টাফ রিপোর্টার
নেত্রকোনার পূর্বধলায় উপজেলার ১১টি ইউনিয়নে একযোগে ১১টি জৈব বালাইনাশক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জৈব বালাইনাশক সেন্টারের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। উপজেলার খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর বাজারে ‘মেসার্স কৃষক বন্ধু বীজ ঘর’ সেন্টার ও পূর্বধলা সদর ইউনিয়নের পরিবেশক আকরাম হোসেন রতনসহ উপজেলার ১১টি ইউনিয়নে ১১জন খুচরা জৈব বালাইনাশক বিক্রেতার নিয়োগ প্রদান করে উপজেলা কৃষি অফিস।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর কবীর জানান, রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কৃষকের দোরগোড়ায় জৈব কৃষি পৌঁছে দেয়ার জন্য উপজেলার ১১ ইউনিয়নে এসব সেন্টার উদ্বোধন করা হয়েছে। এতে করে কৃষকের স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে।
এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশিক্ষণ অফিসার চন্দন কুমার মহাপাত্র, অতিরিক্ত উপপরিচালক (পি.পি) শহিদুল ইসলাম, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিরতা প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার সৈয়দ শাকুর আহমদ, কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুল হাসান, ইস্পাহানি এগ্রো লিঃ কোম্পানির আরএসএম মাহমুদুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রফিকুল ইসলাম সবুজসহ সকল উপ-সহকারী কৃষি অফিসার ও সকল ইউনিয়নের পরিবেশকবৃন্দ উপস্থিত ছিলেন।