কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলে দুই দিনের সরকারি সফরের প্রথম দিনে ব্যস্ত সময় পার করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার মহোদয়।
আজ ৭ অক্টোবর’২৪ রোজ সোমবার প্রথম দিনের সফরের শুরুতে দুপুরে টাঙ্গাইল জেলা পরিষদ মিলনায়তনে আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পাদনের লক্ষ্যে টাঙ্গাইল জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।
উক্ত মতবিনিময় শেষে পূর্বনির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের বেশ কয়েকটি পূজা মন্ডপ দীর্ঘ সময় নিয়ে পায়ে হেঁটে পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিটি পূজা মন্ডপ কমিটির পূজারীবৃন্দদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সকলকে অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেন।
পূজা মন্ডপ পরিদর্শন শেষে বিকেল ৫:০০ ঘটিকার সময় পাথরাইলের বিষ্ণুপুর উবিনীগ হৃদয়পুর বিদ্যাঘরে দেলদুয়ার উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার মহোদয় বলেন- ” মন থেকে গড়া প্রতিমাকে ভাঙ্গা আমি কোনমতেই চিন্তা করতে পারিনা, আমি কোনভাবেই বিশ্বাস করতে পারি না। যারা এরকম চিন্তা করে সে যেই হোক মানুষ হতে পারে না।
আমি অত্যন্ত খুশি হয়েছি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী সবাই আশ্বাস দিচ্ছেন, কিন্তু শুধুমাত্র কি প্রশাসন দিয়েই ঠেকানো যায়? আপনারা যারা জনগণ আমরা সবাই মিলে যদি একত্র হই, তাহলে কে ভাঙতে পারবে, কার এত সাহস আছে? কোনমতেই ভাঙতে পারবে না।
সেজন্য আমি বলছি আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন প্রত্যেকেরই দায়িত্ব এটা রক্ষা করা।
আরেকটা জিনিস আমাদেরকে মানতেই হবে এটা যে ধর্মই হোক না কেন ইসলাম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক আর হিন্দু ধর্ম হোক কোথাও কি অন্যায়, হত্যাকাণ্ড জায়েজ আছে? এটা কি কেউ মেনে নেবে? কোন ধর্মই মেনে নেবে না।
টাঙ্গাইলের শাড়িকে রক্ষা করা আমাদের কর্তব্য। আমি উপদেষ্টা হওয়ার সাথে সাথে শিল্প মন্ত্রণালয়কে বলেছি অন্তপক্ষে টাঙ্গাইলের শাড়িটা রক্ষা করুন। ইতিমধ্যে তারা কাজ শুরু করে দিয়েছেন। টাস্কফোর্স গঠন করে দিয়েছেন।
৫আগস্টে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি হাজারো শহীদ এবং তরুণদের অঙ্গহানির মাধ্যমে তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, কষ্টে কাতরাচ্ছে। তাদের এই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারকে রক্ষা করতে হবে আমাদেরকে ক্ষমতায় রাখার জন্য নয়, একটি নতুন দেশ গড়ার জন্য। আমরা যেন একটি নতুন দেশ গড়তে পারি। এখানে কোন বৈষম্য থাকবে না কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান? এই পরিচয়ে যেন আমরা পরিচিত না হই, আমরা পরিচিত হই আমরা সবাই মানুষ এবং প্রত্যেকের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।”
উক্ত মত বিনিময় সভায় টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) সঞ্জয় কুমার মহন্ত, দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তফা আব্দুল্লাহ আল-নূর, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেব খান সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।