মোঃ আমিনুল ইসলাম মন্ডল
স্টাফ রিপোর্টার
নেত্রকোনার পূর্বধলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। উজান থেকে নেমে আসা পানি কমতে শুরু করেছে। এর আগে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার কংস নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানিবন্দি হয়ে দূর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে উপজেলার বেশ কয়েকটি গ্রামীণ সড়ক ও ফসলের মাঠ। অনেক বাড়িঘর এখনো হাঁটুপানিতে নিমজ্জিত। ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। এমন আকস্মিক বন্যায় দুর্ভোগে পড়েছেন অন্তত ১৮ গ্রামের মানুষ।
কংস নদের পানি জারিয়া পয়েন্টে বিপদ সীমার ১৫ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাধ এলাকার তিনটি ইউনিয়নের ১২টি গ্রামে এ পরিস্থিতির সৃষ্টি হয়। গত শনিবার নেত্রকোনার জারিয়া-ঝানজাইল পয়েন্টে ৩১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।
এদিকে, সোমবার দুপুরে বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জনাব বনানী বিশ্বাস। এসময় দূর্গতদের মাঝে শুকনো খাবার চিড়া, গুড়, ওরস্যালাই বিতরণ করা হয়। এছাড়াও অন্যান্যের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, ইউপি সদস্য মোঃ আরশাদুল ইসলাম, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।