বরিশালের বানারীপাড়া সন্ধ্যানদীতে ইলিশ ধরা নিষেধাজ্ঞায় প্রথম দিনে মাছ ধরার অপরাধে ৯ জনকে আটক করা হয়েছে। বাংলাদেশের ৩৮ জেলার ১৭৪টি উপজেলার নদ-নদী এবং সাগরে ২২ দিনের ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
ইলিশ প্রজনন নিরাপদ করতে ৪ অক্টোবর রোববার মধ্য রাত থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময়ে ইলিশ আহরণ, মজুদ,সরবারহ, বিক্রি ও বিনিময় আইনত দণ্ডনীয়।
তারই ধারাবাহিকতায় বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যানদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনো) রিপন কুমার সাহা ও মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের অভিযান পরিচালনার মাধ্যমে ইলিশ নিধন ঠেকাতে প্রথম দিনে আটক করা হয়েছে ৯ জন জেলেকে। আটককৃত জেলেদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আটককৃত আসামিরা হলেন সনাতন মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডল(২৮), নীল কান্ত পাড়ের ছেলে হিরু লাল(২৬), রাধব হালদারের ছেলে রমেশ হালদার(২৬) কার্তিক চন্দ্র বইড়ির ছেলে যতিন বাইড়ি(৪৫), মো.মাজেদ বেপারির ছেলে আব্দুর রহমান(৩৩),রঞ্জন দেউড়ির ছেলে তপন ডেউড়ি(৩৪), কৃষ্ণ কান্ত বিশ্বাসের ছেলে দিলীপ বিশ্বাস( ৩২) ও সতিন বৈরীর ছেলে মিঠুন বৈরী (৩০)।
মা ইলিশ বাঁচাতে এবং ভবিষ্যতে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃদ্ধিতে এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।