বাগেরহাটের ফকিরহাটে শিরিন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন উপলক্ষে চলছে প্রচার প্রচারণা । এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের অভিভাবকদের কাছে আলী আহম্মেদ এবং আইয়ুব আলী ফকির প্যানেলের এর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি,এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সাংবাদিক মিজানুর রহমান লিটন,খাইরুল ইসলাম,আবু তোরাফ সহ অনেকে। এ সময় মনিরুল ইসলাম মনি বলেন আপনারা আলী আহম্মেদ এবং আইয়ুব আলী ফকির প্যানেলেরের পক্ষে ভোট চেয়ে বলেন যদি আপনারা আমাদের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে স্কুলের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমি মনে করি।