হৃদয় হাসান চৌধুরী,স্টাফ রিপোর্টার:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি করেছে শিক্ষকরা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে প্রাথমিকের সহকারী শিক্ষক পরিবারের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বারবার একটি স্মারক লিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে সহকারি শিক্ষক অরুন পাল এর সঞ্চালনায় শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক মোশতাক আহমেদ, এমদাদ হোসেন চৌধুরী, সহকারি শিক্ষক তৌহিদা আক্তার, রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান,মজিবুর রহমান লিটন, জহিরুল ইসলাম, এস এম সাইফুল্লাহ, মিন্টু সরকার, আফজাল হোসেন,উম্মে কুলসুম আকঞ্জি, মো: ওবায়দুল্লাহ,পীযুষ কান্তি সরকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বৈষম্য নিরসন করে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান। নইতো পরবর্তিতে সারাদেশে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন।