গতকাল ২৪ নভেম্বর বুধবার বিকালে নড়াইল সদর উপজেলার মির্জাপুর বাজারে সন্ত্রাসী এস এম আনিসুল বাহিনীর হামলায় গুরুতর আহত মোঃ রাসূল সরদার ( ২২) নামের এক যুবক।
স্থানীয় সূত্রে জানাযায় গতকাল বিকালে মোঃ রাসূল সরদার (২২) পিতা মোঃ মোকাররম সরদার বাজার করার উদ্দেশ্যে মির্জাপুর বাজারে গেলে।
পূর্বপরিকল্পিত ভাবে এস এম আনিসুল ইসলাম এর সন্ত্রাসী বাহিনীর ক্যাডার মাকদুম বিল্লা, রিয়াজ শেখ, ইমরান মুন্সি, জায়েদ মুন্সি, সোহান, সহ আরও ২০ থেকে ২৫ জন মোঃ রাসূল সরদার (২২) এর উপর হামলা চালায় এতে গুরুতর আহত হয়ে চিৎকার দ্বেয়। তার চিৎকার শুনে বাজারে মানুষ ছুটে আসে এবং তাকে উদ্ধার করে। বর্তমান মোঃ রাসূল সরদার নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
আহত মোঃ রাসূল সরদারের পরিবার এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এ বিষয় মির্জাপুর ক্যাম্প ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন যে বা যারা এমন ষড়যন্ত্র হামলা চালিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।